father-babar-artonad

একজন বাবার আর্তনাদ…জাহানারা খাতুন।

bangla poem কবিতা
Imran Khan || 21 June, 2020 ! 8: 54 am

একজন বাবার আর্তনাদ… []
“”””””””””””জাহানারা খাতুন।
প্রিয় কলিজা, জানপাখি আমার…
আমি তোদের বাবা! চলার পথে তোদের সাথী-
তোদের সাথে কেউ থাকুক বা না থাকুক
আমি আছিরে ‘বাবা’, আজীবন।
আমার বাগানের তোরা জান্নাতের পরী…
তোদের নিয়েই আমার সাজানো বাগান।
সেই বাগানে তোরা প্রজাপতি ডানা মেলে
হাসিস, খেলিস, গাস, নাচিস মুক্ত বিহঙ্গের মতো।
তোদের নিয়ে আমার পৃথিবী…
তোরাই আমার দুনিয়ায় বাঁচার অক্সিজেন
তোদের নিয়ে আমি হাসি মুখে বাঁচি
তাই আমার দুনিয়া আজ এতো আলোময়।
ভয় পাসনে তোরা…
জেনে রাখিস ‘ বাবা আছি তোদের সাথে-
সাহসের সাথে আগামির পথে এগিয়ে যা
আল্লাহকে স্মরণ করে।
তোদের সব দোষ, অক্ষমতা আমার…
তোদের ভয় নেই আমি আছি তোদের সাথে
আগলে রাখবো জান দিয়ে সারা জীবন
মায়া মমতা ভালোবাসায় ।
এই পৃথিবীকে ভালবেসে আমরা…
কুৎসিত, পাপাচার, অন্ধকার, ধ্বংস দূর করে
সুন্দর, পূণ্য আলোতে সৃষ্টি দিয়ে সুন্দর পৃথিবী গড়বো
আমরা ইতিহাস করবো ” বাবা” ইতিহাস।
ভুলে যাইসনা, আমি আছি তোদের সাথে।
আমার মুখের বুলি তোদের কথা বলবে;
আমার চোখ দিয়ে তোরা দেখবি;
আমার চলাই হবে তোদের পথচলার সিঁড়ি।
ভুলিস না, ভুলে যাইস না ‘তোরা ‘
আমি তোদের ভবিষৎ সুন্দর করে গড়বো
আমাদের জগতে কাউকে আমাদের প্রয়োজন নেই
আমরা শক্তিশালী বন্ধন গড়ে তুলবো।
ইনশাআল্লাহ, আমরা সম্মিলিত ভাবে
সব বাধা বিঘ্ন অতিক্রম করবো-
এভাবেই সব জয় করবো, করবোই
জয় আমাদের হবেই।
মনে রাখিস, তোদের সুখে দু:খে
সকল সময়ে “বাবা” ছিলাম, আছি আর থাকবো।
তোদের অনেক ভালবাসি ‘সোনা পাখি আমার’…
এক আকাশ ভালবাসা তোদের দিলাম।
এই করোনা ক্রান্তিলগ্নে…
তোরা ভালো থাকিস, সুস্থ ও নিরাপদ থাকিস
তোদের জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা
অনেক অনেক শুভ কামনায় তোদের “বাবা”।
রচনাকালঃ
২১/০৬/২০২০ইং

Comments

Post Reads: 885 Views