বিগত দিন গুলোর মত “অগ্রধাবন” আবারো করোনা মোকাবেলায় সিদ্ধান্ত নিয়েছেন, খেটে খাওয়া মানুষদের পাশে দাড়াবেন, তাই তারা সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান করেছেন..তারা লিখেছেন
“সাহায্য নয় সহযোগীতার জন্য হাত বাড়ান, আমরা “অগ্রধাবণ” ২০১৩ইং সাল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তৈরি করেছি সহযোগিতার সেই হাত। মনে রাখবেন, যে সহযোগিতার জন্য হাত বাড়ায় তার হাতটি অবশ্যই উপরে থাকে। আর অবশ্যই প্রতিদানে আপনি পাবেন আপনার প্রতিপালকের কাছ থেকে উত্তম পুরস্কার।
“করোনা” পরিস্থিতিতে সারা বিশ্ব যখন আতঙ্কিত আমরা বা আমাদের বাংলাদেশও তার বাহিরে নয়। তাই চলুন আতঙ্কিত না হয়ে সচেতন হই এবং সহযোগীতার হাত বাড়াই।
দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াই।
“অগ্রধাবণ” হয়তো ক্ষুদ্র একটি নাম বা প্রতিষ্ঠান কিন্তু আমরাতো বিশাল জনগোষ্ঠী। আমরা চাইলেই পারি অসাধ্যকে সাধন করতে এবং বিপদে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে।
তাই যে যার অবস্থান থেকে যেভাবে পারি সহযোগিতার হাত বাঁড়িয়ে দেই।
কেউ যদি অর্থ অথবা কোন খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেঞ্জারে যোগাযোগ করুন।
ধন্যবাদ সবাইকে”
ফেসবুক : https://www.facebook.com/Agrodhabon
ইভেন্ট : https://www.facebook.com/events/574977030034835
মোবাইল: ০১৩১১৭৭৪০৩৪
সহযোগিতায় আছেন:
https://www.facebook.com/gultifashion
https://www.facebook.com/MohammadiaJewelers/
মিডিয়া পার্টনার:
https://www.facebook.com/Ucchakontha