ছায়াসঙ্গী
জাহানারা খাতুন।
খুঁজেছি! আমি খুঁজে দেখেছি…
হৃদয়পুরের আয়নায়! কোথাও আমি নেই?
শুধু দেখেছি! দেখতে পেয়েছি…
আয়নার আল্পনায় আঁকা সুন্দর হাসিমুখ।
শান্ত স্নিগ্ধ প্রভাতে, সুর্য্যের আলোতে…
আলোকিত সবুজময় এই পৃথিবী
হাস্যময়ীর হাসিতে ফুলের উজ্জ্বলতা…
সুন্দর চাঁদ বদনে উজ্জ্বল করে আছে চারিদিক।
প্রভাত পাখির গানে শুনি মধুময় চেনা সুর…
আমি হয়ে যাই আনমনা।
সন্ধ্যার গোধূলী লগ্নে ঝির ঝির বাতাসে
গানের সুরে খুঁজি তোমায় হয়ে উন্মনা।
আমি আমাকে খুঁজে পাই না আর…
জানি হয়েছি চির বিলীন তোমাতে।
আমি আছি! তোমার অস্তিত্বে, ভালবাসায়…
থাকবো চিরদিন তোমার ছায়ায়।
আমি চঞ্চল! তোমার বুকে নির্ভরতায়…
আজীবন তাই থাকতে চাই।
আমি ছায়াসঙ্গী হয়ে থাকবো তোমার মাঝে…
তোমার দৃষ্টির সীমানায়।
রচনাকালঃ
১৯ই অক্টোবর ২০১৯ইং