ডিজিটাল এই যুগে আমাদের হাতে এন্ড্রয়েড ফোন থাকায় আমরা সবাই দুইয়ের অধিক সিম ব্যবহার করে থাকি, কিন্তু সব সময় সব সিমের নাম্বার মনে রাখা সম্ভব হয় না। তাই বাংলাদেশে ব্যবহৃত মোট ছয়টি সিমের এসএমএস এবং ইউএসএসডি কোড নিচে দেওয়া হল যার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে নিজের সিমের নাম্বার বের করতে পারবেন।
সিমের নাম্বার বের করতে হলে আপনাকে যা করতে হবে :
নিচে দেওয়া টেবিল থেকে নির্ধারিত সিমের কোড টি নিয়ে আপনার মোবাইলে টাইপ করুন এবং সেন্ড করুন আপনার নির্দিষ্ট সিমে, যে সিমের নাম্বার আপনি দেখতে চাচ্ছেন।
আর তৎক্ষণাৎ আপনি আপনার মোবাইল নম্বরটি মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন।
Mobile Operator | Check Own Mobile Number |
---|---|
Robi (018) | Dial *140*2*4# |
Airtel (016) | Dial *121*7*3# |
GrameenPhone (017)
|
Dial *2# or *111*8* |
Banglalink (019) | Dial *511# |
Teletalk (015) | Dial *551# |
Citycell (011) | Type MDN & send it to 7678 |