moner rong love poem

মনের রং..- জাহানারা খাতুন।

কবিতা
Imran Khan || 21 June, 2020 ! 8: 43 am

মনের রং…[]
“”””””””” জাহানারা খাতুন।
মনের চিলেকোঠায় আমায় একটু ঠাই দিও!
বিস্মৃত স্মৃতি জীবন্ত করে নষ্টালজিয়ায় হারাইও !
ভালবাসায় সারাদিনের সব ক্লান্তি মুছে দিও
জীবন খানি নানা রঙে রঙ্গিন করিও।
খুশি মনে বাঁচতে চাই, সব সময় পাশে থাকিও
বিরোহিনীর মনে ভালবাসার পরশ মাখিও
জীবন খানি ভালবেসে সাথে থাকিও
গোধুলি বেলায় ভালবাসার আবির মাখিও।
চঞ্চল এই মনটাকে তুমি শান্ত করিও
নষ্টালজিয়ায় মনটায় আলোড়ন তুলিও
বসন্তকালে প্রেমের সবগুলো ফুল ফুটিও
চারিদিকে ভালবাসার রং মাখিও।
আমায় দেখে মনের ভাষা পড়তে শিখিও
না পারিলে যত্ন করে হৃদয়ে বন্দী রাখিও
ভালবাসার ফুল ফুটিলে আমায় জানিও
ভালবেসে সব ফুল আমি ছড়াইয়া দিবো।
রচনাকালঃ
১৯/০৬/২০২০ইং

Comments

Post Reads: 691 Views