mon-chay-bangla-kobita

মন চায় – জাহানারা খাতুন।

কবিতা
Imran Khan || 19 March, 2019 ! 9: 03 am

মন চায়……[]
“””””””””” জাহানারা খাতুন।

মন চায়…
লিখি, লিখে যাই কবিতা…
ভাবি না, ভেবে কাজ নেই-
লেখার মাঝেই ভাসবো আমি কবিতার গঙ্গায়…
লিখি পরানে যা চায়, মন মাঝির গান,
হৃদয়ের ভালোবাসা, ব্যথা, আনন্দ-উচ্ছাসের গান….!!!

অনুগল্পে সাজাই জীবনের ইতিহাস…
সুখ-দুঃখের প্রেম গাঁথা, ভালবাসার কাব্যকথা,
যাপিত জীবনে সুখ-দু:খ, ভালবাসার জয় গান
চঞ্চল মন আমার, অশ্রুময় আবেগে হয় অভিমান…!!

ভাবনার শেষ বলে কিছু নেই, ভাবনাময় জীবন।
ভেবে হই ক্লান্ত, চিন্তায় শ্রান্ত, ভাবনার নেই অবসান।
ভাবনার বিষয় নেই, বিষয়ের কর্তা নেই,
অবশেষে কর্তার ভাবনায় হই পেরেশান।
কি লাভ পেরেশান হয়ে…!!!

কেন ভাবি বলো ‘সব কপালের লিখন’
জানি, সাগরে ভেসে যায় শৈবাল দাম
নিজেরে কেন ভাবি আমি ভাসমান…!!!
পৃথিবী আজ মিথ্যা আর তোষামোদীদের ভীড়ে
সত্য, সততা, নিরেট খাঁটি, নিখাদের বড়ই অভাব…!!!!

তাই যা বলিতে চাই কবিতায়…
অনুক্তই থেকে যায় বারে বার
হয়না বলা ‘না বলা কথাগুলি’
প্রাণ করে আনচান, বলিতে মন চায়
অন্তরে কত কথা, কত গান
অন্তরেই রয়ে যায় কবিতার প্রাণ
ভালবাসি কবিতা, ভালবাসি গান
ভালবাসায় হোক জীবনের জয়গান…!!!

১৬ই মার্চ, ২০১৯ইং

Comments

Post Reads: 809 Views