শাহনাজ সুমি একজন মডেল তারকা এবং অভিনেত্রী যিনি চ্যানেল আই নাচের অনুষ্ঠানে একজন প্রতিযোগী ছিলেন এরপরে সালাউদ্দিন লাভলু স্যারের বিশেষ নাটক সোনার পাখি রুপার পাখি অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেন কিন্তু গত তিন থেকে চারদিন আগে তার একটি স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয় । তার বিপরীতে বক্তব্য তুলে ধরন, তিনি বললেন ওই ভিডিও এর সাথে তার কোন সম্পর্ক নেই, তিন একপর্যায়ে কেঁদে কেঁদে একটি স্টেটমেন্ট দেয় এবং তার ফেসবুকে শেয়ার করেন। তার ফেসবুক পেজের পোস্টে লিখেছেন:
অন্য মানুষের নাম ব্যবহার করে ভুল ভিডিও ও মিথ্যা অপপ্রচার ছড়ানোর সময় নিজের মা-বোন- আত্মীয় এবং পরিবারের মুখগুলোর দিকে একবার তাকান। দয়া করে ১০০ ভাগ নিশ্চিত না হয়ে আরেকজনের নাম ব্যবহার করা কোন কিছু শেয়ার দিবেন না। এবং অন্যকে উৎসাহিত করুন যেন এই মিথ্যায় তারা নিজেরা না জড়ায়। আপনার অহেতুক মিথ্যা অপপ্রচার একটি পরিবারের জীবনে বিভীষিকা নিয়ে আসতে পারে !!! কাজেই দয়া করে ভুলভাল ভিডিওতে লাইক ও শেয়ার দেয়া বন্ধ করুন।
নিচে তার সম্পূর্ণ ভিডিওটি পোস্ট করা হলো ভিডিওটি কালেক্ট করা হয়েছে তার ফেসবুক পেজ থেকে:
See Full video: