winter morning

শীতের ভোরে – জাহানারা খাতুন।

কবিতা
Imran Khan || 24 November, 2019 ! 9: 00 am

শীতের ভোরে … []
“””””” জাহানারা খাতুন।
“”””””” ২২/১১/২০১৯ ইং

শীতের ভোরে …
হিমেল কুয়াশায় বিবর্ণ ঝড়া পাতা পায়ে মাড়িয়ে
কৃষক ভাইয়েরা লাঙ্গল নিয়ে ক্ষেতে যায়
জেলেরা মাছ ধরতে দুর দূরান্তে খাল বিলে যায়।

রস ওয়ালা কাকু…
শীতের কাপড়ে জড়োসড় হয়ে তাজা ঘ্রাণময়
রসের হাড়ি নিয়ে রস বিক্রি করতে বাড়ি বাড়ি যায়।
মা, বৌ-ঝিরা, সেই রসে নানা রকম পিঠা-পায়েস করে।

সূর্য উদয় হয়…
রুপের ভান্ডার নিয়ে সুন্দর, স্নিগ্ধ, এই রুপসী বাংলায়
অপরুপ রুপে প্রকৃতি মন কেড়ে নেয় সকলের
বিমোহিত শীতের সকাল হয় অপরুপা! সুন্দরী!!

সবুজ দুর্বাঘাসগুলিকে…
কুয়াশার রাতে শিশির ফোটায় ফোটায় ভিজিয়ে রাখে
সূর্য্যের আলোয় মনে হয়, যেনো মুক্তা চিক চিক করছে।
গাছ গাছালির ফাঁকে সোনা মাখা রোদ দেখা যায়।

শীত আসে…
কুয়াশাজড়ানো ভোরে আগমনী বার্তা নিয়ে
কুয়াশায়! শিশিরের ফোটায় ফোটায়!! শীতল বাতাসে
ঘোমটাপরা বধুর মতো চুপচাপ শীতময় আমেজে।

শীত আসে পৌষ মাঘ মাসে…
উত্তরের বাতাসে হিনেল ঠাণ্ডায় সবুজ ধানের ক্ষেতে
হলুদ ফুলময় সর্ষে ক্ষেত ছুঁয়ে নেচে নেচে যায়
স্বজনদের কাছে পেয়ে শীত উৎসবে পরিণত হয়।

আপনজনদের…
সান্নিধ্যে চারিদিকের বাতাস বিমোহিত হয়!
প্রিয়জনদের মুখে হাসি! তারা খুশিতে আত্মহারা
নানা রকম পিঠা পায়েস বানানোর ধুম ফেলে দেয়
রাতে প্রিয়জনদের সাথে গল্পে মজে থাকে।

শীতময় রাত…
কখন যে শেষ হয়ে প্রিয়জনদের ফেরার সময় হয়!
কেউ টের পায় না! আনন্দময় সময় দ্রুত শেষ হয়ে যায়
অশ্রুসজল নয়নে প্রিয়জনদের বিদায় দেয়!
অপেক্ষায় থাকে আরেক শীতময় ভোরের…!!!

রচনাকালঃ
২২/১১/২০১৯ইং

Comments

Post Reads: 637 Views