bangla-kobita

স্মৃতিমাখা গ্রাম আমার – জাহানারা খাতুন।

কবিতা
Imran Khan || 09 December, 2019 ! 9: 28 am

স্মৃতিমাখা গ্রাম আমার…[]
“”””””””” জাহানারা খাতুন।
“”””””””” ১৮/১১/২০১৯ইং

জানো…
আমার গ্রামের বনে ফোটে কত বন্য ফুল,
আর বনে জঙ্গলে সেই নাম জানা ফুল দেখেই
আমরা বড় হয়েছি।

আজ কতো দিন…!
চড়ি না নৌকায়, শুনি না ভাটিয়ালি গান;
শুনি না আকাশের কালো মেঘরাজদের গর্জন;
দেখিনা মুসলধারে বৃষ্টি।

উপভোগ করি না…!
জোছনার আবছায়ায় সুন্দরী রাত;
জোনাকির আলোয় মিটিমিটি জ্বলতে থাকা তারা।
চন্দ্রালোকে খোলা আসমান।

কত যুগ…!
পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙ্গে না,
সবুজের সমারোহে নিজেকে হারাই না! খুঁজি সব সময়,
এইস মধুময় সুন্দর সোনালি দিন, আর ফিরবে কি?

কতো কাল গ্রামে যাওয়া হয় না…!
মনে হয় চরের ছোট কুড়ে ঘর, আমায় ডাকছে।
কত দিন চিলদের আকাশের নীলে উড়তে দেখি না।
পাতায় পাতায় নিশি রাতের শিশির পড়তে দেখি না।

কত যুগ ধরে…!
নদীর জোয়ার ভাটায় জলকেলি দেখিনা!
আজও খুঁজি সবুজ গাছ, পুকুরের মাছ, বকের উড়ে যাওয়া;
ভুলে গেছি কাকের চিৎকার, কুহুকের ডাক।

আজও খুঁজে বেড়াই…!
সবুজ মাঠের চত্বর, রাখালের বাশিঁর সুর।
স্মৃতি বিজড়িত নস্টালজিয়ায়…
মাচানের লাউ, কুমড়ো ফুলের হাসি খুঁজে বেড়াই।

আজও খুঁজি…!
প্রিয় আম গাছের ছায়ায়, ছায়া ঢাকা গ্রাম
ভোরের বাতাসে শিশির ভেজা ঘাসে হাঁটতে যাওয়া;
খুঁজি মিষ্টি মিষ্টি রোদে মাঘ মাসে কোকিলের কুহুতান।

খুঁজি! খুঁজে বেড়াই…!
ক্ষেত, খাল বিলে বক সারিদের লুকোচুরি খেলা
স্মৃতি তে ভাসে, গাও গেরামের এর মাঝিদের নাও
আজও খুঁজি ছেলেবেলা! মেলার মধুময় স্মৃতি।

রচনাকালঃ
১৮/১১/২০১৯ ইং

Comments

Post Reads: 410 Views