abar-ashbo-prio-poem

আসবো আবার প্রিয়…জাহানারা খাতুন।

কবিতা
Jahanara Khatun || 11 April, 2018 ! 8: 51 am

আসবো আবার প্রিয়…

————জাহানারা খাতুন

বলেছিলাম, আসবো আবার
এই এসেছি দেখো না;
থাকবো তোমার পরশ মেখে-
না কিন্তু বলো না।

তোমার আমার রাগ অনুরাগ
ভাল বাসার তুলনা-
করছো সেদিন প্রথম আদর;
তা কখনো ভুলবো না।

রাগ করেছি তোমার সাথে
” তুমি পঁচা, যাও তুমি”
কথা আজ আর বলবো না।

বেনুনি যখন কাটলে চুলে
চুলের গন্ধে বিভোর হলে-
কি যে ভাল লাগলো আমার;
তোমারে তা বলবো না।

চাঁদের আলোয় এই আমারে
অন্য রকম দেখলে যে;
মেঘ কেনো যে চাঁদকে ঢেকে
বেরসিক হলো বুঝলে না।

ভালবাস গান যে তুমি
মনের ছন্দে ছন্দময় –
ফুলের সৌরভ পেলে তোমার
মন খুব আনন্দে রয়।

শিশু ভাল বাস তুমি
শিশুর মায়া প্রাণময়
সুন্দর মনের মানুষ বলে
মন যে তোমার সাদা রয়।

তোমায় আমি ভালবাসায়
ভেজাবো আজ ভেজাবো
ভাটিয়ালি গান শুনিয়ে;
ভাসবো আর ভাসাবো।

ভাসবে নৌকা জোৎস্নায়
নদীর পানি টলমল
বেলি ফুলের মালা খোঁপায় ;
মুখটি কেনো উজ্জ্বল।

এই চলনা, এই গরমে
হাত পাখা টি নেড়ে দেই-
ঠান্ডা জলের শরবতে আজ
তোমার মন টি কেড়ে নেই।

এপ্রিল ১০, ২০১৮ইং

Please follow and like us:

Post Reads: 842 Views