Omor sani 50 years barthady

ওমর সানী জন্মদিনের অনুষ্ঠানে

মিডিয়া সংবাদ লাইফ স্টাইল
Imran Khan || 08 May, 2018 ! 5: 44 pm

বাংলাদেশের কালজয়ী নায়ক ওমর সানির ৫০ তম জন্মদিন উপলক্ষে bhuiyan group আয়োজন করেন বিশাল  জন্মদিনের অনুষ্ঠান। সেখানে উপস্থিত হন সকল শিল্পী ও সহকর্মী এবং তার সহধর্মিণীর ও বন্ধু-বান্ধব।

জন্মদিন উপলক্ষে ওমরসানি বলেন: আমার জন্মদিনের অনুষ্ঠানে যেসকল সহকর্মী, বন্ধু, ভাই-বোন এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে যারা আসতে পারেননি আশা করি তারা আমাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবেন। সবার প্রতি রইলো ভালোবাসা

মোহাম্মদ ওমর সানী ৬ মে ১৯৬৯ (বয়স ৫0)খুলনা, বাংলাদেশ

ওমর সানী হলেন একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। নব্বইয়ের দশকে সালমান শাহ এর সাথে তার বক্স অফিস যুদ্ধ বেশ জনপ্রিয়। তখনকার দিনে সালমান শাহ তরুনীদের আর ওমর সানি তরুনদের ক্রেজ ছিল। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে চাঁদের আলো, কুলি, দোলা ইত্যাদি।

 

তার জন্মদিনের বিশেষ কিছু ছবি নিচে দেওয়া হল

Omor sani 50 years barthady
Omor sani 50 years barthady

Omor sani 50 years barthady
Omor sani 50 years barthady
Comments

Post Reads: 1936 Views