চিরন্তনী সত্য…[]
””””””””জাহানারা খাতুন।
মানুষ মরণশীল…
কথাটি চির সত্য-
নিষ্ঠুর এ সত্য মেনেছে সবাই
মানতে হয়, মানতে হবে।
মরে হয় লাশ…
দেহে থাকে না প্রাণ-
আঁতর গোলাপে সাদা কাফনে
কফিনে মোড়ানো লাশ।
চির চেনা মানুষ টির…
চেনা হাত, চোখ, নাক
ছোঁয়া যায়, দেখা যায়
কাছে রাখা যায় না।
জীবন ত্যাগ করে…
গৃহত্যাগ বিদায়ে-
স্পর্শ, স্মৃতি রেখে যায়
স্বজনদের কাঁদায়ে।
৭ই অক্টোবর, ২০১৮ইং